শুরুর মতো শেষটা রাঙ্গাতে পারলেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আসরে অপাজিত থেকে ফাইনাল নিশ্চিত করে বাঘিনীরা। আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা টাইগ্রেসরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে হোঁচট খেল।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ৩৬ রানের ব্যবধানে হেরে কাছাকাছি গিয়েও ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত ৬৬ রান এসেছে নেতমি পর্নার ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।
এ এস/
Discussion about this post