বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান সরকার। গত ৩১ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর করেছে দেশটি।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে পুলিশ বলেছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানিয়েছে।
পর্যটক ও ভ্রমণ ভিসায় যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ভিসা পরিবর্তনের কার্যক্রমও স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ।
এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নেয়ার সুযোগ পেতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যারা ওমানে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি। তবে, সে সুযোগ পাবে না বাংলাদেশি নাগরিকরা।
আরওপির বিবৃতিতে বলা, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এ আদেশ।
Discussion about this post