মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোস্তার একটি আদালতের মামলায় অভিযুক্ত বাংলাদেশি আশরাফুল ইসলামকে (৩৮) খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
স্থানীয় সময় শনিবার (২৯ জুন) দেশটির দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে তার নাম ও পাসপোর্ট নম্বর প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার পাসপোর্ট নাম্বার ইএইচ০৩৬৫৭৯৫।
এতে বলা হয়, নির্ধারিত মামলার চার্জ গঠনের উদ্দেশ্যে ওই ব্যক্তি আলোস্তার একটি দায়রা আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে আদালতে বিচারের উদ্দেশ্যে তার তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চেয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন।
কেউ খোঁজ পেলে অবিলম্বে তদন্তকারী অফিসার রামলি আবদুল হামিদের সাথে +৬০১৯২৬৭৬৯৫৮ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ এ/
Discussion about this post