বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশ। জানাচ্ছে প্রতিক্রিয়া। ভোট কেমন হয়েছে তা নিয়ে এবার বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।
বিবৃতিতে তিনি সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র, মানবাধিকার, বিরোধীদের গ্রেফতার, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রসহ নানা বিষয় উল্লেখ করেছেন।
সোমবার (৮ জানুয়ারি) দেয়া বিবৃতিতে তিনি গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে দেশের যে অঙ্গীকার, তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের এই মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার যেন সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়, তা নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি। বিএনপি এই নির্বচন বর্জন করে নাশকতা চালাচ্ছে বলেও উল্লেখ করা হয় তার বিবৃতিতে।
এস আর/
Discussion about this post