২০২২ কাতার বিশ্বকাপে হঠাৎ আলোচনায় আসেন রবিন মিয়া। চাউড় হয়, তিনি ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের বন্ধু। কাতারে নেইমারের পরিবারের সঙ্গী হয়ে উপভোগ করেছেন বিশ্বকাপ। সেই সুবাদেই নজরে আসেন তিনি। নেইমারের পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্কের জোড়ে গত বছর উদ্যোগ নিয়েছিলেন এ দেশের ব্রাজিল ভক্তদের সামনে বিশ্ব তারকাকে নিয়ে আসার। তবে স্পন্সরের সঙ্গে ব্যাটে বলে হয়নি বলে সে উদ্যোগ ভেস্তে যায়। তবে এবার রবিন ভীষণ আত্মবিশ্বাসী স্বপ্ন পূরণে। জানালেন আগামী বছর যে কোন অনুকূল সময়ে ঢাকায় আসবেন আল হিলাল তারকা।
গত বছর বাংলাদশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার পর আসেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এবার লাল-সবুজের দেশে আসছেন ব্রাজিলিয়ান সেনসেইশন নেইমার।
মার্টিনেজ ও রোনালদিনহো বাংলাদেশে আগমন নিয়ে হয়েছিল সমালোচনা। ফুটবল ভক্তরা সেভাবে দেখতে পারেননি তাদের। তবে নেইমারকে কাছে খালি চোখে দেখতে পারবেন ভক্তরা। এমনটি জানিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশদ্ভূত রবিন, সম্পর্কে নেইমারের বন্ধু। দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ আসছেন তিনি।
নেইমারের বাংলাদেশে আসা প্রসঙ্গে দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।’
মার্টিনেজ-রোনালদিনহোর মতো নেইমারের বেলায় বিতর্কের সৃষ্টি যেন না সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন রবিন। তিনি বলেন, ‘আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’
এম এইচ/
Discussion about this post