জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
বাংলাদেশে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও শেখ হাসিনার সরকারের পতন উপলক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ওভারলা পার্কে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটির শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের একনায়কতন্ত্র স্বৈরশাসনের অবসান এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সে সময় বক্তব্য রাখেন মামুন হাসান, মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল হাসেম, শায়খ মহিউদ্দিন মাসুম, শায়খ আব্দুস সাত্তার প্রমুখ।
শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খ মহিউদ্দিন মাসুম।
এ এ/
Discussion about this post