কুমিল্লা থেকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দেন আলিফ মাহমুদ। দীর্ঘ ৯ মাস ৮ হাজার কিলোমিটার পায়ে হেঁটে অবশেষে মক্কায় পৌঁছেছেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য এ কাজ করেছেন তিনি।
এদিকে গতকাল সোমাবর (৭ এপ্রিল) তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লিখেন, মহান আল্লাহ না ডাকলে এখানে কেউ আসতে পারেন না,আলহামদুলিল্লাহ নয় মাস অপেক্ষা করার পর আল্লাহ আমাকে কবুল করেছেন।
আলিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, বাড়ি থেকে বের হয়ে ঢাকা যশোরের পথ ধরে বেনাপোল সীমান্ত পার হয়ে ৬৭ দিনে ভারতের ৭টি রাজ্য হেঁটে ভারতের ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে যান। পাকিস্তানে ৪৪ দিন হেঁটে করাচি লাহোর, পাঞ্জাব হয়ে রিমদান সীমান্ত পার হয়ে ইরান প্রবেশ করেন আলিফ মাহমুদ। ৭ দিন ধরে ইরানের একটি মরুভূমির পথ হেঁটে ইরাকে পৌঁছান। তারপর সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিয়ে সৌদি আরবে পৌছান।
আলিফ মাহমুদ একটি ব্যাগ কাঁধে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র, ভারতীয় ভিসা লাগানো একটি পাসপোর্ট, হাতে একটি লাঠি ও বাংলাদেশের লাল সবুজের পতাকা সাথে নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। ইতঃপূর্বে সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছে। তারপর ইচ্ছা সর্ব প্রথম বাংলাদেশ থেকে হেঁটে সৌদি আরবের মক্কা ও মদিনায় গিয়ে হজ করবেন।
আলিফ মাহমুদ আরো বলেন, প্রতিদিন তিনি ১৫ কিলোমিটার করে হেঁটে বঙ্গবন্ধু সেতু হয়ে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবেন। তাকে ঢাকার ব্যবসায়িক গ্রুপ দুলাল গাজি গ্রুপ আর্থিকভাবে সহযোগিতা করছে। পথে মসজিদে রাত যাপনের ইচ্ছা রয়েছে তার। অনলাইন কোর্সের মাধ্যমে বাংলার পাশাপাশি ইংরেজি, উর্দু ও হিন্দি ভাষায় তার দখল রয়েছে বলে জানান।
তার মা বিবি জরিনা বেগম বলেন, তার আদরের ছোট সন্তান আলিফ মাহমুদ হেঁটে হজ করার লক্ষ্যে মক্কা ও মদিনার উদ্দেশ রওনা দিয়েছে। এ জন্য তিনি সবার কাছে তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন যেন হজ পালন করে আবার সুস্থভাবে মায়ের কাছে ফিরতে পারেন।
টিবি
Discussion about this post