বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা জানা গেলেও দেশে বসবাসকারী বিদেশিদের কোনো সঠিক তথ্য ছিল না। এ কারণে একেক সংস্থা একেকভাবে বিদেশিদের সংখ্যা প্রকাশ করত, যা নিয়ে বিভিন্ন সময় তৈরি হয় বিভ্রান্তি। তবে সেই বিভ্রান্তি দূর করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রথমবারের মতো বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের সংখ্যা প্রকাশ করেছে রাষ্ট্রীয় এই সংস্থা।
বিবিএসের তথ্য বলছে, দেশে ২৭ হাজার ৮৪২ জন বিদেশি বসবাস করেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ২০৮ ও নারী ৬ হাজার ৬৩৪ জন। বিদেশিদের অবস্থান সবচেয়ে বেশি ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
জনশুমারি ও গৃহগণনা-২০২২ কর্মসূচির চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এর আগে কখনো বিদেশিদের সংখ্যা জরিপ করা হয়নি। গত বছরের ১৫ থেকে ২১ জুন পর্যন্ত ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করে বিবিএস।
তাদের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে মোট বিদেশির ৪০ শতাংশের বসবাস। এর পরেই আছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। এই দুই বিভাগে ১৬ শতাংশ করে বিদেশির বসবাস। এ ছাড়া বরিশালে ১২, খুলনায় ৭.৭৪ ও রংপুরে ৪.৫০ শতাংশ বিদেশি বাস করেন। সবচেয়ে কম বিদেশি বসবাস করে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে মোট বিদেশির ১ শতাংশের বসবাস।
ঢাকা বিভাগে ১১ হাজার ২৫২ জন বিদেশি বসবাস করেন। এর মধ্যে নারী আছেন ৩ হাজার ৭১৭ এবং পুরুষ ৭ হাজার ৫৩৫ জন। তবে বাংলাদেশে বিদেশিদের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্নমত। বিভিন্ন সময় বাংলাদেশে কর্মরত বিদেশিদের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি বলে উল্লেখ করা হয়; কিন্তু বিবিএস বলছে, শুমারিকালে দেশের অভ্যন্তরীণ বসবাসরত বিদেশিদের সংখ্যা নিরূপণ করা হয়েছে।
জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন বলেন, ২০২২ সালের জুন মাসে শুমারির সময় দেশের ভেতরে যাদের পাওয়া গেছে, তাদের তথ্য নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের সংখ্যা তৈরি করা হয়েছে। শুমারির পরে আরেকবার যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বিদেশিদের মোট সংখ্যার তথ্য দেওয়া হলেও কোন দেশের কতজন বসবাস করে বা বিদেশিদের অবস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Discussion about this post