প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ।
শুক্রবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণ সাধনের জন্যে। কাঙ্খিত উন্নয় বাস্তবায়নের জন্যে। জামায়াত-বিএনপির দেশ ধ্বংসের নীল নকশা রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ প্রমুখ।
এ জেড কে/
Discussion about this post