বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। একই সঙ্গে বাংলাদেশর কৃষিখাতেও বিনিয়োগ করতে চাই দেশটি।
সোমবার (২০ নভেম্বর) স্কটল্যান্ডের পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি) ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানিয়েছেন। এ সময় তাদের স্বাগত জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্কটল্যান্ডের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সল চৌধুরী এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।
স্কটল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দলের এসব সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। তবে, এই বাধা অতিক্রম করা সম্ভব।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক কর্মকান্ডের পাশপাশি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ নিয়েছেন বলেও জানান।
এ সময় স্কটল্যান্ড বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী।
প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
Discussion about this post