পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী বলেছেন, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সরাসরি শিপিং রুট স্থগিত হওয়ার পর গত দুই বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের এক প্রতিবেদন বলছে- পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য করাচি কাউন্সিল অন ফরেন রিলেশনস (কেসিএফআর) আয়োজিত একটি সেমিনারে বক্তৃতাকালে সিদ্দিকী দুই দেশের মধ্যে জনগণের মধ্যে আরো শক্তিশালী সংযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সেমিনারে কেসিএফআর-এর চেয়ারপারসন নাদরা পাঞ্জওয়ানিও তার বক্তব্যে দুই দেশের মধ্যে ভ্রমণের উন্নতির বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, অনেক বাংলাদেশী পাকিস্তানে যেতে আগ্রহী; কিন্তু ভিসা বিধিনিষেধের সম্মুখীন হন, যা ২০১৩ সাল থেকে চালু রয়েছে। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে বলেন, উভয় দেশের নাগরিকদের মধ্যে আন্তঃসীমান্ত বিয়ে তাদের মধ্যে স্থায়ী সম্পর্ককে প্রতিফলিত করে।
পাঞ্জওয়ানি বলেন, অনেক বাংলাদেশীদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে, পাকিস্তানে ভ্রমণ করলে তাদের ভারতীয় ভিসা পেতে বাধা পেতে হবে। দুই দেশের নাগরিকদের দ্বিপক্ষীয় ভ্রমণের উন্নতির জন্য এই সমস্যাটির সমাধান করার আহ্বান জানান পাঞ্জওয়ানি।
অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানি নাটক সিরিয়ালের ব্যাপক জনপ্রিয়তা তুলে ধরে বলেন, তার স্ত্রী বিশেষ করে পাকিস্তানি খাবার চ্যানেল দেখতে পছন্দ করেন। সিদ্দিকী বলেন, বাংলাদেশে পাকিস্তানি নাটকের সিরিয়াল খুবই জনপ্রিয়। বাংলাদেশের সাথে পাকিস্তানি নাটক ও সাংস্কৃতিক আদান-প্রদান রয়েছে। এ ছাড়া ঢাকা-করাচি এয়ার রুট পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) জন্য লাভজনক রয়েছে। কূটনৈতিক সম্পর্ককে দুই দেশের সম্পর্কের মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে সিদ্দকী বলেন, সম্পর্ক আরো জোরদার করতে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন।
এ দিকে হাইকমিশনার তুলা আমদানি সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানিয়ে বলেন, পাকিস্তানের তুলা উৎপাদন হ্রাস বাণিজ্যে প্রভাব ফেলেছে। তিনি বাংলাদেশের লোক উৎসবে পাকিস্তানি গায়কদের ঘন ঘন অংশগ্রহণের কথাও উল্লেখ করেন এবং বৃহত্তর সাংস্কৃতিক ও ব্যবসায়িক বিনিময় যাতে বাধাগ্রস্ত না করে সে জন্য ভিসা সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এস এম/
Discussion about this post