ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি তাদেরকে আগামী ৮ ও ৯ ডিসেম্বর তলব করেছে।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান টিমের লিডার) ইয়াছির আরাফাতের সই করা এক চিঠিতে এ তলব করেন।
চিঠিতে বলা হয়, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেয়ার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ইউ/
Discussion about this post