ভারত থেকে বাংলাদেশ ভ্রমণে আসা এক যুবকের মৃত্যু হয়েছে।রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে আকবর আলী মন্ডলকে (৩৮) অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
দায়িত্বরত চিকিৎসক শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।এর আগে শুক্রবার রাত সোয়া তিনটার দিকে ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বন্ধুরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ফারজু মন্ডল বলেন, ‘আমরা ভারতের বাসিন্দা। ৮ নভেম্বর আমরা ৬ বন্ধু মিলে ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে আসি। এখানে এসে মিরপুর ১০ নং রোজ হ্যাভেন আবাসিক হোটেলে আমরা অবস্থান করি।
‘মধ্যরাতে আমাদের বন্ধু আকবর আলী মন্ডল হঠাৎ চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আমাদের বন্ধুকে মৃত বলে জানান।তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার কাটাকোপরা গ্রামে। মৃত আকবর আলী মন্ডলের পিতার নাম আমিরউদ্দিন মন্ডল।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ভারতীয় নাগরিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এস এম/
Discussion about this post