ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লাড়াইঘাট সীমান্তের একটি শিম খেত থেকে বোমাটি উদ্ধার হয়। এ ঘটনায় বিজিবি’র পক্ষে থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন গ্রামবাসী। আজ সকালে গ্রামের কৃষক নাজু হোসেন তার শীমের খেতে মর্টারশেল পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন। বিজিবি এসে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করে।
খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টারশেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। তারা আজ বৈঠক করতে রাজি হয়নি। আগামীকাল পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।
এ ইউ/
Discussion about this post