বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় বাইডেন দম্পতি নববর্ষের শুভেচ্ছা জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেলে বলা হয়, ‘বিশ্বব্যাপী যারা বৈশাখী, নবরাত্রি, সংক্রান এবং এই সপ্তাহে আসন্ন নববর্ষ উদযাপনে শরিক হবে, তাদের জন্য জিল এবং আমি উষ্ণতা, সৌহার্দ্য ও আনন্দ কামনা করি। শুভ বাংলা, খেম, লাও, মিয়ানমারিজ, নেপালি, সিংহলি, তামিল, থাই এবং বিষু নববর্ষ!’
টিবি
Discussion about this post