দোকান বাকির ১০ হাজার টাকা দিতে না পারায় পাবনার আটঘরিয়ায় নাফিজ কামাল (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আটঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে।
রুস্তমপুর বাজারে তার ভুসি মালের দোকান রয়েছে।
অভিযুক্ত দোকান মালিক হলেন- আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়াপাড়া মহল্লার আমানত আলীর ছেলে জাহিদুল ইসলাম। তিনি আটঘরিয়া বাজারের মুদি দোকান ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানি জাহিদুল ইসলামের দোকান থেকে বাকিতে নিত্য প্রয়োজনীয় মালামাল নিতেন অপর ব্যবসায়ী নাফিজ কামাল।
এভাবে জাহিদুলের দোকানে প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে যায় কামালের। এ নিয়ে কামালের কাছে বেশ কয়েকবার বাকির টাকা চান জাহিদুল। কিন্তু তিনি টাকা দিতে পারেননি। পরে সোমবার সকালে জাহিদুল বেশকিছু লোক নিয়ে রুস্তমপুর বাজারে কামালের দোকানে গিয়ে বকেয়া টাকা চান।টাকা না পেয়ে একপর্যায়ে কামালকে হুমকি-ধমকি দিয়ে লোকজন নিয়ে চলে যান তিনি। পরে ওই রাতেই জাহিদুলের দোকানের সামনে গেলে নাফিজ কামালের সঙ্গে বাকি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে বের হয়ে জাহিদুল লোকজন নিয়ে কামালকে বেধড়ক মারপিট শুরু করেন। এ সময় তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যান।
পরে গুরুতর আহত নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
তিনি আরো বলেন, ‘কে বা কারা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
সূত্র: কালের কন্ঠ
এস এইচ/
Discussion about this post