মালিহা খাতুন (৭) পবিত্র মাহে রমজানের ২১টি রোজা রেখেছেন এই বয়সে। আর মাত্র বাকি আছে ৯ রোজা, তারপরই ঈদ। কন্তিু বাকি রোজা গুলো আর রাখা হলো না। সোমবার (১ এপ্রিল) পুকুরে ডুবে মারা যায়। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দর্শনায়।
শিশু মালিহা দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে শিশু মালিহা পাশের বাড়ির রেজাউলের পুকুরে গোসল করতে যায়। পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। দুপুর ২টার দিকে স্থানীয়রা ওই পুকুরে গোসল করতে গেলে শিশু মালিহার মরদেহ ভাসতে দেখেন।
মালিহার বাবা মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়ে মালিহা ২০টি রোজা করেছে। আজ ২১ রোজা। আজও রোজা ছিল আমার মেয়ে। এ অবস্থায় এ দুর্ঘটনা ঘটে গেলো।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিবি
Discussion about this post