ফুটবলের রাজ্যের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় শীর্ষে থাকবে ব্যালন ডি অর। মৌসুমের সেরা ফুটবলার হিসাবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কার অর্জন করেছেন। ইতিহাসে সর্বাধিক প্রাপ্তির অধিকারী হিসেবে অভিহিত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহান লিওনেল মেসি। মেসি পুরস্কারটি প্রাপ্ত করেছেন আগেও আটবার। এবার তার প্রাপ্তির গর্বে সে বিশেষ রকমের আত্মস্মরণ করেছেন।
মেসির ইচ্ছা হয়েছিল, তিনি বাজারে হাইড্রেশন ড্রিংক উপস্থাপন করবেন। এই আশায় ফ্যাক্টরিতে গিয়েছিলেন। জুন মাসেই তা বাজারে আসার সুযোগ ছিল। এখন অবশেষে তা ঘটেছে। ‘মাস +’ নামে এই পানীয় বাজারে উপস্থিত হবে। এটি চারটি ফ্লেভারে উপলব্ধ হবে, যা মার্কিন বাজারে অন্য কোনো প্রতিষ্ঠান প্রদান করে না। এই ফ্লেভারের মধ্যে একটি ফ্লেভারের নাম মেসি রাখা হয়েছে, যা ব্যালন ডি অরকে স্মরণে রেখেছে। তার নাম ‘অরেঞ্জ ডি’ অর’।
অরেঞ্জ ডি’ অরের বাকি তিন ফ্লেভারের মধ্যে থাকছে মায়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ। মাস+ নামের পেয়ের বিষয়ে মেসি বলেছেন, মোট ৪৫০টি স্প্যানিশ নামের মধ্যে এই নামটি বেছে নেওয়া হয়েছে। নিজের জীবন ও ক্যারিয়ারের বিষয়ে ভেবেই এই নাম নির্ধারণ করেছেন। স্প্যানিশ ‘মাস’ এর অর্থ অতিক্রম করে এই নামটি নির্ধারণ করা হয়েছে এবং সঙ্গে + চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের সুযোগ সুনির্দিষ্ট করা হয়েছে। মেসির এই হাইড্রেশন ড্রিংকের চারটি ফ্লেভার আগামী ১৩ই জুনে বাজারে উপস্থিত হবে। ইলেক্ট্রোলাইট, ভি
টামিন এবং খনিজযুক্ত মাস+ এর বিভিন্ন ফ্লেভারগুলো মেসি নিজে প্রতিষ্ঠান প্রদান করেছেন, তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে।
এস এম
Discussion about this post