রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে এক যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে রংপুরের মিঠাপুকুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম আইনুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের মৃত. নুরু মিয়ার ছেলে। তিনি ভবঘুরের মতো চলাফেরা করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে গরুর খামারে চুরি করতে যায় চোরেরা। এতে বাধা দেওয়ায় আবদুস সাত্তারের স্ত্রী মনজুয়ারা বেগমকে (৬০) এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এলে চোরেরা পালিয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি চোরকে চিনতে পেরেছেন বলে স্থানীয়দের জানিয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রাত সাড়ে ১২ টার দিকে পাশের গ্রাম ধলারপাড়ার বাড়ি থেকে আইনুলকে তুলে নিয়ে যান বড় মির্জাপুর গ্রামের লোকজন। এরপর বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তিই গরু চুরি করতে গিয়ে মনজুয়ারাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি। জিডি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ইউ/
Discussion about this post