লক্ষ্মীপুর রায়পুরে ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তার মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, কালামকে রোববার রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় দৃর্বৃত্তরা। এরপর জিসান নামের এক ব্যক্তি দলবল নিয়ে তাকে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান। সবশেষ সোমবার সকালে কাঞ্চনপুরের একটি বাগানে আহত অবস্থায় কালামের সন্ধান মিলে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্ত্রী রেহানার অভিযোগ করেন, তুলে নেওয়ার সময় তারা জানায় আমার স্বামী সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরি করেছে, তাই তাকে ধরে নিয়ে যাচ্ছে। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। আমার স্বামী পানি চেয়েছি কিন্তু তারা পানি দেয়নি। সকালেও তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দুই দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারি চুরি হয়। ওই অভিযোগে ধরে আনা হয় আবুল কালামকে। দুর্বৃত্তদের মরধরে সোমবার সকালে তার মৃত্যু হয়।
রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে- এমন খবর পেয়ে সোমবার বেলা ১১ টার দিকে পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। পুলিশ এসে জানতে পারে আহত ব্যক্তি মারা গেছেন। ঘটনার সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ ইউ/
Discussion about this post