বিশ্বকাপের ব্যর্থতা খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছে তদন্ত কমিটি। অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাক্ষাৎকার নেওয়া বাকি। বিশ্বকাপ না খেলেও কেন তদন্ত কমিটির মুখোমুখি হতে হচ্ছে তামিমকে? সেই প্রশ্ন উঠেছে সবার মনে।
বিশ্বকাপের পরপরই ব্যর্থতার পর্যবেক্ষণ করতে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কমিটির কার্যক্রমও শুরু হয়েছে। কথা বলা হয়েছে অনেকের সঙ্গেই। তবে এবার তদন্ত কমিটিতে ডাক পড়েছে বিশ্বকাপ না খেলা তামিম ইকবালের। যদিও দলের সাবেক অধিনায়ককে ঠিক কোন কোন ইস্যুতে আলাপের জন্য ডাকা হয়েছে তা এখনো জানা যায়নি
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ শুরুর আগে এবং বিশ্বকাপ চলাকালে দলের ড্রেসিংরুম সংক্রান্ত আলাপে ডাকা হতে পারে তামিম ইকবালকে। বিশেষ করে বিশ্বকাপের আগে তার ভিডিওবার্তা, সাকিবের পাল্টা উত্তর কিংবা বোর্ডের পক্ষ থেকে আসা অভিযোগ এসবই খতিয়ে দেখার মত ইস্যু। মাঠের খেলায় তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের এমন দ্বন্দ্বের প্রভাবও উড়িয়ে দেওয়ার মত নয়।
অনেকে ধারণা করছেন, সাকিব-তামিম দ্বন্দ্বের রেশ বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সকে প্রভাবিত করেছে। বিশ্বকাপ দলে না থেকেও তামিমের প্রভাব খেলোয়াড়দের মধ্যে ছিল বলে মনে করেন কর্মকর্তারা। এ কারণে তামিমকে ডেকেছে তিন সদস্যের তদন্ত কমিটি।
বিসিবি কর্মকর্তারা জানান, তামিম দুবাই থাকার কারণে সাক্ষাৎকার নিতে দেরি হচ্ছে । এদিকে তদন্ত কমিটির সঙ্গে এখনো আলাপ হয়নি সাকিব আল হাসানের। নির্বাচনের মাঠে ব্যস্ত সাকিবের সঙ্গে আলাপ গড়াতে পারে নির্বাচনের পরে। এ কারণে তদন্ত রিপোর্ট দিতে দেরি হচ্ছে বলে জানান কর্মকর্তারা ।
এস কে/ এস আর
Discussion about this post