পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাগণ হলেন-পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সেলিম মোঃ জাহাঙ্গীর, বিপিএম ও পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম-সেবা, এনডিসি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
এস এইচ/
Discussion about this post