একদিন পরেই পরীক্ষা। তাই বাবা-মায়ের দোয়া নিতে মেস থেকে বেরিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন দিতে হলো জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের এইচএসসি পরীক্ষার্থী কারিমুল ইসলামের (১৮)। শুক্রবার (২৮ জুন) বিকেলে জামালপুর শহরের মির্জা আজম চত্বরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থী কারিমুল ইসলামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায়। তিনি ব্যবসায়ী সামিউল হকের ছেলে। রোববার (৩০ জুন) জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
পুলিশ ও কলেজের শিক্ষকরা জানিয়েছে, শিক্ষার্থী কারিমুল ইসলাম জামালপুর শহরে পশ্চিম নয়াপাড়া একটি মেসে থেকে পড়াশোনা করতো। সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেয়ার কথা ছিল।
শুক্রবার বিকেলে জামালপুর শহররের থেকে ইসলামপুরের নিজ বাড়িতে বাবা মায়ের কাছে দোয়া নিতে অটোরিকশায় ইসলামপুরে যাচ্ছিল।
শহরের মির্জা আজম চত্বরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী কারিমুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় না পাওয়া গেলে ছবি তুলে পরিচয় পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। এতে শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নিহতের পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে।
জামালপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার বলেন, ‘অজ্ঞাতপরিচয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরিচয় পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবিসহ পোস্ট করা হয়। তার পরিচয় পাওয়ার পর জানতে পারি, সে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।’
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুনর অর রশিদ বলেন, ‘ছেলেটি মেসে থেকে পড়াশোনা করতো। সে খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। গতকাল মেসে থেকে বাড়িতে বাবা মায়ের দোয়া নিতে যাচ্ছিল। যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি আজ সকালে আমি শুনেছি। ছুটে এসেছি প্রিয় শিক্ষার্থীকে দেখতে।’
এ এস/
Discussion about this post