প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার।
শনিবার বাংলাদেশ সময় সকালে নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের পায়ের ছবি পোস্ট করে ভক্তদের সুখবরটি দেন তিনি।
পোস্টের ক্যাপশনে বিবার লিখেছেন, ‘ঘরে স্বাগত।’
কানাডীয় এই গায়ক তার সন্তানের নাম রেখেছেন— জ্যাক ব্লুজ বিবার।
এর আগে ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছিলেন বিবার। চলতি বছরের মে মাসে তিনি ঘোষণা করেন— সংসারে নতুন অতিথি আসছে।
সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন বিবার। বিয়ের ছয় বছরের মাথায় পুত্রসন্তানের বাবা-মা হলেন তারা। বর্তমানে বেশ সুখেই সংসার করছেন এই দম্পতি।
বিবার-হেইলিকে নিয়ে চর্চার শেষ নেই নেটিজেনদের। প্রিয় তারকার এমন খুশির খবর পেয়ে অভিনন্দন জানাচ্ছেন তাদের ভক্ত-অনুরাগীরা।
এস আই/
Discussion about this post