জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শিবা শানুর বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ মে) সকালে এই অভিনেতার বাবা নিজ বাসায় ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই শিবা শানুর বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, আমাদের সবার প্রিয় অভিনেতা শিবা শানু ভাইয়ের বাবা আজ সকাল ৬টার দিকে নিজ বাসায় মারা গেছেন। বাদ যোহর আজিমপুর কবরস্থানে আঙ্কেলকে সমাহিত করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনা করি।
অভিনেতা শিবা শানু প্রায় ২৫ বছর ধরে অভিনয় করছেন। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি ভিলেন হিসেবে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন। এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার কয়েকটি নতুন সিনেমা।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা করেন শিবা শানু। তবে তার ক্যারিয়ারের সোনালি সময় আসে ২০০১ সাল থেকে।
এ এস/
Discussion about this post