পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টা থেকে। এরপর সকাল ৮টা, ৯টা ১০টা এবং সর্বশেষ বেলা পৌনে ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার ঈদের জামাতের সময়সূচি জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, জামাতের ইমামতি কে কে করবেন, তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন।
এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, পাঁচটি জামাতের ইমামতি কে কে করবেন, তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া, পাঁচটি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।
সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে, আবাহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ১০ বা ১১ এপ্রিল উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
টিবি
Discussion about this post