আজ সকাল ১০টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ২৪০। দ্বিতীয় অবস্থানে মিসরের কায়রো সিটি। শহরটির স্কোর ১৯৪।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান অষ্টম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ১৫৬। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। গতকাল বুধবার ঢাকার স্কোর ছিল ১৫৪।
সকাল থেকেই রাজধানীতে কড়া রোদ, সেই সঙ্গে প্রচণ্ড গরম। এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বাস্থ্যকর বায়ু। গতকাল বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল। তাতে তাপমাত্রা খানিকটা কমে আসে। কিন্তু আজ আবার গরম পড়েছে প্রচণ্ড।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে, ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করব: স্বাস্থ্যমন্ত্রী
এম এম
Discussion about this post