সৌদিআরবের রাজধানী রিয়াদে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন ”সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বনভোজন’২০২৩ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সাংবাদিক ফোরামের এ বার্ষিক বনভোজন।
অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি, আরটিভি ব্যুরোচীফ মোহাম্মদ আবুল বশির, সহ সভাপতি ও যমুনা টিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, সাধারণ সম্পাদক আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন সহ সাধারণ সম্পাদক বাংলা টিভি রিয়াদ প্রতিনিধি লিটন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও সময়সংবাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, প্রচার সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের রিয়াদ প্রতিনিধি রুস্তম খাঁন, ডিবিসি নিউজ রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়েত, দৈনিক আমার সময় সৌদি আরব প্রতিনিধি মিজানুর রহমান বাবু, ক্রিড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক পল্লী টিভি রিয়াদ প্রতিনিধি শাহজাহান সোহাগ।
সভায় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় এবছরও প্রবাসীদের কর্মব্যস্ত জীবনের ফাঁকে সুস্থ বিনোদন, বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশী কমিউনিটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীরকরার লক্ষ্যে এ বনভোজনের আয়োজন করা হবে। বিগত সময়ের চাইতে এবারের আয়োজন হবে প্রবাসীদের এক পারিবারিক মিলনমেলার মতো, অনুষ্ঠান আয়োজন ছুটির দিনে হওয়ায় এ আয়োজনে অংশ নিবে সৌদিআরবের প্রবাসী বাংলাদেশী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
Discussion about this post