যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতু গত সপ্তাহে ধসে পড়ে। এ ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাল্টিমোর বন্দরে জাহাজ ভেড়া বাতিল করা হয়েছে। সেতুটি ধসে পড়ার পরদিনই বুধবার কেন্দ্রীয় সরকার এর ধ্বংসাবশেষ সড়ানোর জন্য ৬০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। কিন্তু সেতুটি ধসে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরে ফিরে সামনে আসছে।
১৯৯৭ সালে মেরিল্যান্ডের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কে ব্রিজটি খুলে দেওয়া হয়। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১টা ২৭ মিনিটে জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুর উপর চলাচলকৃত বেশকিছু যানবাহন নদীতে পড়ে যায়। এতে ছয় জনের মৃত্যু হয়। সিঙ্গাপুরের মালিকানাধীন জাহাজটির নাম ডালি। এটি শ্রীলঙ্কার দিকে যাচ্ছিল। দুর্ঘটনা ঘটলেও জাহাজটিতে থাকা ২২ ক্রু এবং ২ পাইলট অক্ষত রয়েছেন।
বাণিজ্যের জন্য বাল্টিমোর বন্দর কতটা গুরুত্বপূর্ণ?
বাল্টিমোর বন্দর যুক্তরাষ্ট্রের নবমতম একটি বড় বন্দর। এ বন্দর থেকে গাড়ি, মেশিনারিজ, কৃষি যন্ত্রপাতি, এলএনজি এবং চিনি আমদানি রপ্তানি করা হয়ে থাকে। ২০২৩ সাল এ বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ মিলিয়ন টন এবং ৮০ বিলিয়ন ডলারের পণ্য জাহাজে করে বিভিন্ন দেশে পাঠিয়েছে।
সমুদ্রে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজের কোম্পানিগুলো তাদের জাহাজগুলোর ৫০ শতাংশের বেশি এ বন্দর ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের হিসেব অনুযায়ী প্রতি বছর বাণিজ্যিক জাহাজগুলো ১৮০০ বার এ বন্দরে অবস্থান করে থাকে। মেরিল্যান্ডের মুখপাত্র ডেভিড ট্রন বলেন, বন্দরটি বন্ধ হওয়ার ফলে প্রতিদিন ১৫০ লাখ মার্কিন ডলার ক্ষতি হবে।
সূত্র: আল জাজিরা
এ এস/
Discussion about this post