রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফেরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, “তিন বছরের শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানতে পেরেছি, গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে।”
তিনি জানান, মো. টোটনের শরীরের ৫০%, নিপার শরীরের ৩২% এবং বাইজিদের ৪৫% দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এম এইচ/
Discussion about this post