রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের এক বাসের ধাক্কার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইয়া ফৌজিয়া নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী রিপন জানান, মাইয়া আনুমানিক রাত ৯ টা ১৫ মিনিটের সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোড পার হচ্ছিলেন। তখন নারায়ণগঞ্জ ট্রাভেলস বাসটি তীব্র গতিতে এসে মাইয়াকে ধাক্কা দেয়। এসময় মাইয়া রোডে ছিটকে পড়লে তার মুখ থেতলে যায় এবং মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়।
পরে আহত শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল – পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে পরে ঘাতক বাসটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে।
এস এইচ/
Discussion about this post