বাগেরহাটে দিনে-দুপুরে সজিব তরফদার (৪০) নামের বিএনপির এক নেতাকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ডেমা ইউনিয়নের সিদ্দিক তরফদারের ছেলে ও সাবেক ইউপি মেম্বার। গুলিতে আহত হয়েছেন কামাল (৫৫) নামের আরেকজন।
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাগেরহাট জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে প্রথমে তাকে দুটি গুলি করা হয়। এরপর তাকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থলে সজিবের মৃত্যু হয়। এতে সজীবের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ তদন্ত করছে।
নিহত সজীবের সমর্থকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করে। এ সময় নারীসহ কয়েকজন আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post