কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বরের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে টাকা ও ইয়াবা জব্দসহ লিয়াকত আলীর স্ত্রী-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। দৌলতপুর থানা-পুলিশ তাদের সঙ্গে ছিল। কয়েক ঘণ্টার অভিযানে বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার টাকা ও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় লিয়াকতের স্ত্রী কাজলী খাতুন ও ছেলে আবরাহাম লিংকনকে আটক করা হয়। আজ রোববার দৌলতপুর থানায় তাদের সোপর্দ করা হয়। এ ঘটনার পর থেকে লিয়াতক আলী পলাতক।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে তাহলে আমরা তাকে বহিষ্কার করবো।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মামলা দায়েরের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
এ ইউ/
Discussion about this post