বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলণ্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না।
তিনি বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে তিনশ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারো নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়।
তিনি বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজায়াপ্ত হবে, যারা আনুপাতিক হারে নির্বাচন চায়; তারাই বলছে ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’।
সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির এ নেতা বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন৷ গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারো সংগ্রাম হবে।
এস এইচ/
Discussion about this post