স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল হাই বিপিএএ (১৫৪১৫) যুগ্নসচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
বর্তমানে তিনি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়িত হয়েছেন।
আজ রবিবার (১২ জানুয়ারি ) রাষ্ট্রপতির আদেশক্রমে আবু সালেহ মোঃ মাহফুজুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, মোহাম্মদ আব্দুল হাই স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, মোহাম্মদ আব্দুল হাই সেবা বিভাগের উপসচিব হিসেবে বদলির আগে দীর্ঘ দিন যাবৎ বিএমইটি’র বর্হিগমন, প্রশাসন ও কর্মসংস্থান শাখার পরিচালক পদে সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
একাধিক জনশক্তি রপ্তানিকারদের সাথে কথা বলে জানা যায়, মোহাম্মদ আব্দুল হাই থাকাকালীন রিক্রুটিং এজেন্সী গুলো এবং প্রবাসী কর্মীরা সর্বোচ্চ সেবা পেয়েছেন। জনশক্তি রপ্তানিকারকরা মনে করেন জনাব আব্দুল হাই-এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বিএমইটি-তে যোগদানের পরে জনশক্তিখাতের উন্নয়নে তিনি সুদূর প্রসারী ভূমিকা পালন করবেন।
এ ইউ/
Discussion about this post