বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার এই আগ্রহের কথা জানান তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঁইয়া।
এস এইচ/
Discussion about this post