পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিজয় র্যালিতে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রদেশটির ডেরা ইসমাইল খান শহরে ভূদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিজয় র্যালির একটি গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। গাড়িটির যাত্রীরা সাধারণ নির্বাচনে প্রাদেশিক অ্যাসেম্বলিতে বিজয়ী পিপিপি প্রার্থী আহমেদ করিম কুন্দিকে অভিনন্দন জানাতে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, গুলিতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হামলার খবর পেয়ে পুলিশসহ রেসকিউ ১১২২ টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে যায়।
পিপিপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্দি তার দলের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, হামলাকারীদের গ্রেফতার না করলে পিপিপি আন্দোলন করতে বাধ্য হবে।
কুন্দি আরও বলেন, পুলিশের মহাপরিদর্শক এবং আঞ্চলিক পুলিশ কর্মকর্তা তাকে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
সূত্র: দ্য ডন
এফএস/
Discussion about this post