ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ), পরে বিজিবির পক্ষ থেকেও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল বেলা ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদৎ হোসেন এর হাতে মিষ্টি তুলে দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকে ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচছা জানানো হয়।
এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যগন উপস্থিত ছিলেন। এর আগে সকালে ভারতীয় অভিবাসন পুলিশের পক্ষ থেকে বিজিবি ইমিগ্রেশন ও কাস্টমসকে মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। সীমান্তে সৌহার্দ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দু’দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলিতে দুই বাহিনীর পক্ষ থেকে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া দেশের আরো কয়েকটি সীমান্তে বিজিবিকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। একইভাবে বিজিবিও মিষ্টি উপহার দিয়েছে বিএসএফকে।
এ ইউ/
Discussion about this post