সৌদি আরবে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে। এই সময়সীমার মধ্যে তারা সৌদি ত্যাগ করতে ব্যর্থ হলে ৩০ এপ্রিল থেকে কঠোর অবস্থানে যাবে দেশটির প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যেসব বিদেশি যাত্রী বর্তমানে সৌদিতে আছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। যারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে ব্যর্থ হবেন, তাদেরকে কারাবাস, উচ্চ জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে।
মূলত হজ মৌসুমের নির্বিঘ্ন প্রস্তুতির জন্য ওমরাহযাত্রীদের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে।
এ বিষয়ে সৌদির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন, নিরাপত্তা হলো রেড লাইন। আর কিছুদিন পরই বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হজ করতে সৌদিতে আসবেন। তাদের নিরাপত্তা ও মর্যাদা যেন কোনাভাবে ক্ষুণ্ন না হয়, সেজন্য সরকার খুবই তৎপর।
তিনি জানান, এবার হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি অগ্রসর কৃত্রিম বুদ্ধিমত্তাও (অ্যাডভান্সড এআই) ব্যাপকভাবে ব্যবহার করা হবে।
সৌদির নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজামিও বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ মানুষ, কিংবা আরও নির্দিষ্ট করে বললে হজযাত্রীদের কেন্দ্র করে। যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করে, তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় তার ক্ষতিকর প্রভাব পড়বে।
সূত্র: গালফ নিউজ
এ ইউ/
Discussion about this post