ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন গাউসুল আজম এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টায় র্যাব-১ উত্তরা, ঢাকা-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।
এ সময় ৩০০০ বোতল (১৫৫৮.৮০ লিটার) বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধ মাদক দ্রব্য বিক্রয়লব্ধ তিন লাখ ২০ হাজার দুশ পঁচাত্তর টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।
এ ইউ/
Discussion about this post