বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তাকে নেওয়া হবে যুক্তরাজ্য। এখন সেখানে যাওয়া তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার (১৭ নভেম্বর) এসব তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সরকারের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসব সংস্কার শেষে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যথাসময়ে আমরা বিদায় নেব।
এরআগে সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য আমাদের সহযোগিতা করতে আগ্রহী। তারা জানতে চেয়েছেন যে, কিভাবে আমাদের সহায়তা করতে পারেন।
এস এইচ/
Discussion about this post