একজন যাত্রী বিদেশ হতে ১০০ গ্রাম স্বর্ণালংকার শুল্ক ব্যতীত এবং সর্বোচ্চ ১১৭ গ্রাম পর্যন্ত স্বর্ণবার ৪০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে আনতে পারবেন। অতিরিক্ত স্বর্ণবার বাজেয়াপ্ত হবে। এক বার্তায় এ তথ্য জানায় কাস্টমস হাউস, ঢাকা।
২০২৩-২৪ অর্থবছরের আগে বিদেশ থেকে আসা একজন যাত্রীর ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা ১ ভরি স্বর্ণ আনার জন্য শুল্ক ছিল ২ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে একই পরিমাণ স্বর্ণ আমদানিতে শুল্ক ৪ হাজার টাকা করা হয়েছিল।
একই সংগে ব্যাগেজ (আমদানি) বিধিমালা অনুযায়ী আগে একজন যাত্রী বিদেশ থেকে ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে পারতেন যা কমিয়ে সর্বোচ্চ ১১৭ গ্রাম করা হয়েছিল যা এখনো বিদ্যমান।
একই বাজেটে প্রবাসী আয় বাড়াতে দেশের প্রচলিত যাত্রী ব্যাগেজ বিধিমালায় এসব পরিবর্তন আনা হয়েছিল। পর্যটক নয়, এমন যাত্রীরা এ পরিমাণ শুল্ক পরিশোধ করে প্রায়শ এভাবে স্বর্ণ এনে দেশের বাজারে বিক্রি করেন।
এ ইউ/
Discussion about this post