বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহী ১৮ ফুটবলারের বিরোধ মিটে গেছে। তবে তাদের সাথে এখনও নতুন করে কোনো চুক্তি করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা গেছে, বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে ৮ জনের সাথে চুক্তি করতে যাচ্ছে বাফুফে। তাই প্রশ্ন উঠছে, বাকিরা কি তাহলে বাদ পড়তে যাচ্ছেন?
বিদ্রোহী ১৮ জনের মধ্যে ১০ জন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, রূপনা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমা গেছেন ভুটানের ঘরোয়া লিগ খেলতে। বাকি ৮ জন আছেন বাফুফের ক্যাম্পে। অনুশীলন করছেন পিটার বাটলারের অধীনে।
ছুটিতে যাওয়ার আগে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, ‘ওই ১৮ জন অনুশীলনে যোগ দেওয়ার পরই তাদের সাথে চুক্তি করা হবে।’
সেই ঘোষণামতে বাফুফে দেশে থাকা ৮ ফুটবলার তহুরা খাতুন, নীলূফার ইয়াসমীন নীলা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, স্বর্ণা রাণী মন্ডল, নাসরিন আক্তার ও সাথী বিশ্বাসের সাথে সহসাই চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন কিরণ।
‘আজ অফিসে এসেই নামগুলো সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে দিয়েছে। তাদের চুক্তিপত্র তৈরির জন্য বলেছি। সহসাই হয়ে যাবে। এখন দেশে অনুশীলনে যে ৮ জন আছেন তাদের সাথে চুক্তি হবে। ভুটানে যারা আছেন তাদের ফিরলে চুক্তি হবে’-বলেছেন কিরণ।
আগে ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করেছিল বাফুফে। এই ৮ জনের সাথে চুক্তি সম্পন্ন হলে সংখ্যা দাঁড়াবে ৪৫। বাকি থাকবেন ভুটানে থাকা ১০ জন।
সাফের পর দেশে ফিরে মেয়েরা যখন মিডিয়া ব্রিফিং করে পিটার বাটলারকে বয়কটের ঘোষণা দেন তারপর থেকেই নারী ফুটবলে সংকট তৈরি হয়। এরপর আরব আমিরাতের বিপক্ষে কোচ পিটার বাটলার একটা অনভিজ্ঞ দল নিয়ে খেলতে যান এবং দুই ম্যাচেই সহজে হেরে আসেন।
এস এইচ/
Discussion about this post