বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রাহাত ফতেহ আলী খানকে আনা এবং তার পারিশ্রমিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। দুই ঘণ্টার গান পরিবেশনের জন্য এই পাকিস্তানি শিল্পীর পেছনে বিসিবি ব্যয় করেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা, যা মার্কিন মুদ্রায় প্রায় তিন লাখ ডলার। অথচ গত আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছিল মাত্র দুই কোটি টাকা এবং রানার্স আপ দল এক কোটি টাকা।
গণমাধ্যমের খবর অনুযায়ী, রাহাত ফতেহ আলী খান বিদেশে কনসার্ট করলে সাধারণত ৭০ হাজার ডলার (প্রায় ৯০ লাখ টাকা) থেকে ১ লাখ ডলার পারিশ্রমিক নেন। তার নিজ দেশ পাকিস্তানে একটি কনসার্ট করতে তার পারিশ্রমিক প্রায় ৪০ লাখ টাকা। এমন পরিস্থিতিতে বাংলাদেশে তাকে প্রায় সাড়ে তিন কোটি টাকা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তারা দাবি করেছেন, বিজয়ের মাসে উর্দু ভাষায় গান পরিবেশনের পাশাপাশি ভারতীয় শিল্পীদের এড়িয়েও হিন্দি গান রাখা আয়োজকদের দৃষ্টিভঙ্গি নিয়ে নানা প্রশ্ন তুলেছে।
এছাড়া সাউন্ড কোয়ালিটি নিয়েও দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ব্যঙ্গাত্মক পোস্ট ও মন্তব্যের ঝড় উঠেছে। অনেকে মনে করছেন, বিপিএলের মতো একটি বড় আসরের আয়োজনের ক্ষেত্রে এ ধরনের আর্থিক অপচয় অগ্রহণযোগ্য। এর পাশাপাশি আয়োজকদের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
এম এইচ/
Discussion about this post