বিপিএলের চলমান আসরে নিজেদের মিশন সমাপ্ত করল পাকিস্তানের দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর রংপুর রাইডার্সের হয়ে এবং রিজওয়ান খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। বিশাল মূলে দলে ভেড়ানো এই দুই পাকিস্তানির কাছে দলগুলোর প্রত্যাশা ছিল অনেক। সেই প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছেন তারা?
জাতীয় দলের ব্যস্ততায় বিপিএলের শুরুতেই যোগ দিতে পারেননি বাবর-রিজওয়ান। দুইজনই তাদের দলের এক ম্যাচ পর যোগ দেন। বিপিএলে যোগ দিয়েই নিজের প্রথম ম্যাচে রংপুরকে জিতিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। বাবরের বিপিএল যাত্রা শেষ হয়েছে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) । তবে আসর ছাড়ার সময় টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি।
বিপিএলে ৬ ম্যাচ খেলে বাবর করেছেন ২৫১ রান। স্ট্রাইকরেট অবশ্য খুব বেশি আহামরি না পাকিস্তানি এই তারকার। টুর্নামেন্টে ১১৪.৬১ স্ট্রাইকরেটে খেলেছেন বাবর। অন্যদিকে টুর্নামেন্টে নিজের ছায়া হয়েই থেকেছেন মোহাম্মদ রিজওয়ান। কুমিল্লার হয়ে চলতি বিপিএলে আজই শেষ মাচ খেলেছেন পাকিস্তানি এই ব্যাটার । টুর্নামেন্টে সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে করেছেন মোটে ৮৫ রান। স্ট্রাইকরেটও যাচ্ছে তাই অবস্থা মোটে ৮২.৫২। যে কারণে বলাই যায় রিজওয়ানের এমন পারফরম্যান্সে ভুগেছে তার দল কুমিল্লা।
উল্লখ্যে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির আসন্ন আসরের জন্য বোর্ডের চুক্তিতে যে সব ক্রিকেটার রয়েছেন তাদের অনাপত্তিপত্র দেয়া হয়েছে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আজই বিপিএল ছাড়ার শেষ সময় পাকিস্তানি ক্রিকেটারদের।
এ এস/
Discussion about this post