ব্যক্তিগত কারণেই গণমাধ্যমে এখন নিয়মিত শিরোনাম হচ্ছেন শোয়েব মালিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি।
তবে ঢাকা পর্ব শেষে হঠাৎ দুবাইয়ে উড়াল দিয়েছেন এই অলরাউন্ডার।
এরই মধ্যে বিপিএলের ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে। দলগুলো সিলেটে চলে গেলেও শোয়েব মালিক দলের সঙ্গে সিলেট না গিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে। জানা গেছে, ব্যক্তিগত কারণে দুবাই গেছেন এই পাক ক্রিকেটার। বরিশাল থেকে জানানো হয়েছে, সিলেট পর্বের মাঝেই আবারো ফিরবেন তিনি।
শোয়েব মালিক ঢাকা পর্বে তিন ম্যাচেই খেলেছেন। যদিও এই তিন ম্যাচে রান পাননি তিনি। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। ফরচুন বরিশালের সিলেট পর্বের প্রথম ম্যাচ ২৭ জানুয়ারি। সেই ম্যাচেই ফিরবেন মালিক।
এদিকে ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল। তারা অবস্থান করছে টেবিলের ছয় নম্বরে।
এফএস/
Discussion about this post