বিমান যাত্রীদের জন্য বড় সুখবর দিলো এয়ারটেল। প্লেনে যাতায়াত করার সময় ইন্টারনেট সমস্যার সমাধান দিয়ে ধামাকা ডেটা প্ল্যান দিয়েছে প্রতিষ্ঠানটি। সাধারনত বিমান চলাকালে ইন্টারনেট পাওয়া যায় না। এবার সেই সমস্যা শীঘ্রই অতীত হয়ে যেতে চলেছে।
নতুন এই সেবা চালু করেছে ভারতীয় টেলিকম জায়ান্ট ইন-ফ্লাইট রোমিং, যা গ্রাহকদের প্লেনে থাকাকালীন উচ্চ-গতির ইন্টারনেট ব্রাউজিং এবং কলিংয়ের অ্যাক্সেস দেয়। এই নিফটি ডেটা প্যাকগুলির সঙ্গে, গ্রাহকরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারেন, ভিডিওগুলি স্ট্রিম করতে পারেন এবং অনলাইনে কাজও করতে পারেন৷
পরিষেবাটি সক্ষম করার জন্য, এয়ারটেল অ্যারোমোবাইলের সঙ্গে জুটি বেঁধেছে, যা সম্ভবত বিমানের নিজস্ব যোগাযোগ ব্যবস্থায় যুক্ত। এই প্ল্যানগুলি ১৯টি আন্তর্জাতিক এয়ারলাইনকে কভার করে, যাতে গ্রাহকরা যে প্লেনেই থাকুন না কেন, ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে যেতে পারনবে।
৫৯৫ টাকার প্ল্যানে রয়েছে ১GB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা। এটি সীমাহীন ডেটা অফার না করলেও, দীর্ঘ পথের যাত্রায় WhatsApp-এর মতো অ্যাপের মাধ্যমে গ্রাহকদের বহির্জগতের সঙ্গে সংযুক্ত রাখতে পর্যাপ্ত তো বটেই!
এ এস/
Discussion about this post