নরসিংদীতে বিয়ের দাবিতে নিয়ে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন করছে প্রেমিকা। তবে তাকে দেখে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক। তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন শিলমান্দি ইউনিয়নের ওই যুবক।
তরুণীর দাবি, নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে এন আর স্পিনিং মিলে কাজ করতো তারা। প্রায় ৬ মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রেমিক ফ্যাক্টরির কোয়ার্টারে নিয়ে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে খাইয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।
প্রেমিকার অভিযোগ, পরে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির কোয়ার্টারে রেখে রাতভর শারীরিক সম্পর্ক করে সে। একপর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে হুমকি ও মারধর করতে থাকে। পরে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বিয়ের দাবিতে ওই তরুণী হাজির হন প্রেমিকের বাড়িতে। কোনোভাবেই প্রেমিকাকে ম্যানেজ করতে না পারলে বাড়ি থেকে পালিয়ে যায় যুবক।
শিলমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা বেগম জানান, বিয়ের দাবিতে অনশনের বিষয়টি শুনেছি, খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে। মেয়েটির সাথে অন্যায় হয়ে থাকলে বিচার করা হবে বলে জানান তিনি।
সূত্রঃ news24
এম এইচ/
Discussion about this post