বিয়ের মাত্র ১২ দিনে আগে না ফেরার দেশে পাড়ি জমালেন সৌদি প্রবাসী তারেক আহমেদ। রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের সামাউরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. তারেক আহমদ (২৫) উপজেলার নলকট গ্রামের মকবুল আলীর ছেলে।
তিনি সৌদি আরব প্রবাসী। বিয়ে করার জন্য প্রায় দুই মাস আগে তিনি দেশে আসেন। আগামী ১৭ ফেব্রুয়ারি তার বিয়ের দিন ঠিক করা ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিদেশ থেকে বাড়ি ফিরে তারেক মাঝেমধ্যে তার নিজের অটোরিকশা চালাতেন। বেলা ১১টার দিকে ওই অটোরিকশা নিয়ে বের হয়ে শামাউরাকান্দি এলাকায় যান। সেখানে একদিকে দ্রুতগতিতে চলছে বালুবাহী ট্রাক, অপরদিকে স্কুলের শিশুরা রাস্তা পার হচ্ছিল।
“এ সময় একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক দেখে তিনি শিশুদের রাস্তা পার করে দিতে যান। আগে থেকে সিগন্যাল দিলেও ওই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” ওসি জানান, লাশের সুরতহালের প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ট্রাক চালক আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।
নলকট গ্রামের তারেকের প্রতিবেশী ওলিউর রহমান বলেন, প্রায় দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন তারেক। দেশে থাকাকালীন খুব ভালো ফুটবল খেলতেন। প্রবাস থেকে এসেও সে ফুটবল খেলা ছাড়তে পারেনি। শনিবার একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিল।
এ এস/
Discussion about this post