কুড়িগ্রামের উলিপুরে বজরায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুর মরদেহসহ ১১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৯ জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নৌকায় কতজন যাত্রী ছিল এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।বুধবার (১৯ জুন) এ ঘটনা ঘটে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, নৌকাটি কোথা থেকে আসছিল বা যাচ্ছিল উদ্ধার হওয়া যাত্রীদের কাছ থেকে জানার পরিবেশ ছিল না। কতজন যাত্রী ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।
তবে উলিপুরের ওসি গোলাম মর্তুজা জানান, বিয়ের দাওয়াত খেতে উলিপুরের বজরা ইউনিয়নের রফিকুলের ঘাট থেকে একই ইউনিয়নের খামার দামার গ্রামে যাচ্ছিল নৌকাটি। পথে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আড়াই বছর বয়সের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ জনকে উলিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নদীর ওপাড়ে হওয়ায় সহসা কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি। ঘটনাস্থলে পৌঁছেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। পুলিশ সুপার বলেন, এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আর একটু সময় লাগবে।
এ এস/
Discussion about this post